Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২০

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন প্রকল্প (মশিআপুউ) এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন এবং পারস্পরিক শিখনমূলক শিক্ষা সফর আয়োজন


প্রকাশন তারিখ : 2020-06-16

অদ্য ১৬ জুন ২০২০ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন প্রকল্প (মশিআপুউ) এর উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন এবং পারস্পরিক শিখনমূলক শিক্ষা সফর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। সভাপতিত্ব করেন বেগম নাছিমা আক্তার, যুগ্ম-পরিচালক ও প্রকল্প পরিচালক (মশিআপুউ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. প্রসেনজিৎ সাহা শুভ, মেডিকেল অফিসার, বার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন বেগম ফরিদা ইয়াসমিন, উপ পরিচালক ও সহযোগী প্রকল্প পরিচালক এবং বেগম সাইফুন নাহার, উপ-পরিচালক (প্রশিক্ষণ)। মশিয়াপুউ প্রকল্পভূক্ত সংগঠনের গ্রামকর্মী ও উপকারভোগী ৪০জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় মহাপরিচালক মহোদয় মশিআপুউ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য কীট (সাবান, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, তিন স্থর বিশিষ্ট সুতি মাস্ক, স্বাস্থ্য কীট) ইত্যাদি বিতরণ করেছেন।