Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২২

প্রকল্প বিভাগ

প্রকল্প বিভাগ

একাডেমী পল্লী উন্নয়নের ক্ষেত্রে নিত্য-নতুন মডেল উদ্ভাবনের জন্য প্রায়োগিক গবেষণা কর্মসূচি পরিচালনা করে থাকে। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, গ্রামের সাধারণ জনগণ এবং স্থানীয় নেতৃত্বকে সমন্বয় করে এই ধরণের কর্মসূচি হাতে নেয়া হয়। বার্ডের যাবতীয় প্রায়োগিক গবেষণা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ, তত্ত্বাবধান ও সমন্বয়ের জন্য দায়িত্ব প্রাপ্ত বিভাগ হচ্ছে প্রকল্প বিভাগ। এ বিভাগের মোট জনবল ৪০ জন। তন্মধ্যে অনুষদ/কর্মকর্তা পর্যায়ে জনবলের অবস্থা নিম্নরূপ:

প্রকল্প বিভাগের উপর ন্যস্ত দায়িত্বসমূহ

১।   একাডেমীর পরীক্ষামূলক প্রকল্প (একশান রিসার্চ প্রজেক্ট) সমূহের মূলনীতি ও মূল দলিল (প্রকল্প প্রস্তাব ইত্যাদিসমূহ) প্রস্তু, সংশোধন ও সংরক্ষণ;

২।   এসকল প্রকল্পের সামগ্রিক সমন্বয়;

৩।   বার্ষিক উঞ্জয়ন কার্যক্রম ও বার্ষিক কারিগরী সহায়তা/টিএপিপি কর্মসূচীর অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের সামগ্রিক সমন্বয়;

৪।   প্রকল্প সংক্রান্ত কাজে দেশী/বিদেশী সংস্থাসমূহের সাথে যোগাযোগ ও আলোচনা (নেগোসিয়েশন)

৫।   অনির্দ্দিষ্ট সহায়তা প্রস্তাবের ক্ষেত্রে দেশী/বিদেশী সংস্থাসমূহের সাথে যোগাযোগ ও আলোচনা;

৬।   প্রকল্প বিষয়ক তথ্যাদি সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রতিবেদন তৈরীর ব্যবস্থা করা;

৭।   মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার চাহিদা মোতাবেক প্রকল্প বিষয়ে পরিসংখ্যান, রিটার্ন এবং অন্যান্য তথ্যাদি প্রেরণে;

৮।   প্রকল্প বিষয়ক বার্ষিক পরিকল্পনা তৈরী;

৯।   বার্ডে চলমান প্রায়োগিক গবেষণাসমূহের কার্যক্রম পরিবীক্ষণ করা;

১০।  প্রকল্প পরিকল্পনা, ব্যবস্থাপনা, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সেমিনার কর্মশালা ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়ন।

১১।  প্রকল্প সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ ক্লাশ নেয়া;

১২।  গবেষণা/ প্রকল্পের প্রভাব সংক্রান্ত জরিপ সম্পাদন

১৩। মহাপরিচালক কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন।

 

বার্ড কর্তৃক সামপ্রতিক পরিচালিত কিছু পরীক্ষামূলক কর্মসূচি হচ্ছে

১।   মহিলা শিক্ষা, আয় পুষ্ট উন্নয়ন প্রকল্প (মশিআপুউ)

১৯৬২ সন থেকেই বার্ড কুমিল্লার পল্লী অঞ্চলের মহিলাদের সমবায় সমিতির মাধ্যমে প্রশিক্ষণ, পুঁজি গঠন, ঋণ সরবরাহ, বসত-বাড়িতে সব্জি চাষ, সেলাই ও অন্যান্য আয় বর্ধনমূলক কর্মকান্ডে জড়িত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গ্রামাঞ্চলে মহিলা সংগঠন সৃষ্টি করে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।

২.  স্থানীয় পর্যায়ে দারিদ্র পরিবীক্ষণ পদ্ধতি

বিআইডিএস এর সহায়তায় বার্ড পল্লী অঞ্চলের দারিদ্র পরিবীক্ষণ পদ্ধতির একটি প্রকল্প পরিক্ষামূলক ভাবে চালু করেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রিপুর ইউনিয়নে এই প্রকল্পটি পরিক্ষামূলকভাবে চালু করা হয়। মূলতঃ প্রকল্পটির প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে বৃহৎ আকারে বাস্তবায়নের চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রাথমিক সফলতার উপর ভিত্তি করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বর্তমানে এটি বাস্তবায়ন করা হচ্ছে। ফিলিপাইনের Community Based Monitoring System (CBMS)-Gi আওতায় International Development Research Center (IDRC)-Gi সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

৩।    পল্লী এলাকার সেনিটেশন ব্যবস্থার উন্নয়নে সমবায়

পল্লী এলাকার প্রতিটি মানুষই স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার অধিকার রাখে। জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ দরকার। পল্লী অঞ্চলে পরিবেশগত সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মানব মল ও বর্জ্য ব্যবস্থাপনার অপ্রতুলতা এবং সনাতন পদ্ধতির সেনিটেশন ব্যবস্থার কারণে পরিবেশগত বিপর্জয় একটি বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে বার্ড ও Japan Association of Drainage and Environment (JADE), যৌথভাবে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিভুক্ত চারটি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করে।

প্রকল্পের মেয়াদ      : নভেম্বর ২০০৪ – সেপ্টেম্বর ২০০৫

প্রকল্প এলাকা         : হাতিগাড়া, রায়চোঁ, জয়পুর (উত্তর) এবং জয়পুর (দক্ষিণ)

প্রকল্পের উদ্দেশ্য

প্রধান উদ্দেশ্য:  প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব ইকো-ভিলেজের মডেল উদ্ভাবনের মাধ্যমে পল্লী অঞ্চলের পরিবেশ বান্ধব উন্নয়ন সাধন করা।

প্রকল্পের সুনির্দিষ্ট সমস্যাসমূহ হলো

  • সিভিডিপি ভুক্ত চারটি গ্রামে স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরী।
  • প্রকল্প এলাকায় মাটি ও পানির জরিপ পরিচালনা করা।
  • স্থানীয় জনগণের সচেতনতা নিরূপণে প্রশ্নপত্র ভিত্তিক জরিপ পরিচালনা করা।
  • স্বাস্থ্যসম্মত টয়লেটের মালিকদের টয়লেট ব্যবহার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং মানব বর্জ্য হতে উৎপাদিত সার কৃষি জমিতে ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতন করা।
  • টয়লেট ব্যবহারের বিষয়াদি মনিটর করা।

প্রকল্পের বিষয়বস্তু

  • বিভিন্ন ধরণের স্বাস্থ্যসম্মত টয়লেট এবং মানব বর্জ্যকে সার হিসেবে ব্যবহারে জনগণকে উৎসাহিত করা।
  • স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা।
  • প্রশ্নপত্র জরিপ (বেজলাইন সার্ভে)।
  • টয়লেট সংলগ্ন এলাকার মাটি ও পানির গুনাগুন জরিপ করা।
  • টয়লেটের ব্যবহার ও পরিবেশগত অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা।
  • সার্বিক সমন্বয় সাধন করা।

বাস্তবায়ন প্রক্রিয়া

প্রকল্প এলাকার ৪টি সিভিডিপি ভুক্ত গ্রামে পরীক্ষামূলকভাবে ১৫টি ইকো টয়লেট স্থাপন করা হয়েছে যা গ্রামের অন্যান্য টয়লেট থেকে সমক্ষূর্ণ ভিন্ন। পূর্বে গ্রামের লোকজন এই ধরনের টয়লেট ব্যবহার এবং মানব মল ও মূত্র কৃষি জমিতে সার হিসেবে ব্যবহারে অভ্যস্ত ছিলনা। পরবর্তীতে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কসপ ও মোটিভেশন কর্মসূচির মাধ্যমে তাদের নিজ গৃহে এই ধরনের টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। বর্তমানে উল্লিখিত ৪টি গ্রামের লোকজন টয়লেটের সঠিক ব্যবহার শুরু করেছে এবং মানব মল ও বর্জ্য সার হিসেবে ব্যবহার করছে। প্রতিটি টয়লেট তৈরীতে প্রাথমিক ভাবে ৩৫,০০০.০০ টাকা খরচ হয়েছে। গ্রামের সাধারণ জনগণের জন্য এটি উচ্চমূল্য বলে মনে হয়। এরই প্রেক্ষিতে বার্ড ও JADE কর্তৃপক্ষ আলোচনাক্রমে একই প্রযুক্তির টয়লেট ১২,০০০ থেকে ১৫,০০০ টাকায় তৈরীর সিদ্ধান্ত নেয়।

প্রকল্প হতে শিক্ষণীয়

  • গ্রামের দরিদ্র জনগণ যাতে সহজে টয়লেট তৈরী করতে পারে সেজন্য নির্মাণ খরচ কমাতে হবে।
  • প্রকল্প এলাকায় গৃহস্থ পর্যায়ে এ ধরনের টয়লেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
  • কৃষকদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
  • ব্যবহারকারীর সংখ্যা ও ধরণ অনুসারে টয়লেটের আকার বড় ও ছোট হতে হবে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

            সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং টয়লেট নির্মাণ ছাড়াও একটি পরিবেশবান্ধব গ্রাম উন্নয়নের জন্য আরো কিছু পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। যেমন:

  • গৃহস্থালী পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা
  • গৃহস্থালী পর্যায়ে হাইজিন চর্চা নিশ্চিত করা
  • প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা
  • ইকো-স্কুল কর্মসূচী
  • অর্গানিক ফার্ম স্থাপন

বৃহৎ পরিসরে এই ধরণের কমসূচী ছড়িয়ে দেয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্কসপ ও সেমিনারের আয়োজন করা যায়। দেশের অভ্যন্তরে পরিদর্শন কার্যক্রম বৃদ্ধি করে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা যায়। ২০১৪ সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্যসম্মত সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এই কর্মসূচী বাস্তবায়ন করা প্রয়োজন।

৪।  বুড়িচং উপজেলার সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্প

KOICA’ র আর্থিক সহায়তায় বার্ড কুমিল্লা জেলার ‘বুড়িচং উপজেলার সমন্বিত গ্রাম উন্নয়ন প্রকল্প’-এর বাস্তবায়ন সম্পন্ন করেছে। প্রকল্পের মাধ্যমে বুড়িচং উপজেলায় স্কুল, কালভার্ট, রাস্তা ও কম্যুনিটি সেন্টার নির্মাণ, পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়াস নেয়া হয়েছে। কৃষকদের জন্য একটি কার্যকর কৃষি বীমা মডেল উদ্ভাবনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বার্ড কৃষি বীমা বিষয়ক একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।

৫।  Sustainable Intensification of Rice Maize Production System in Bangladesh

            বার্ড IRRI ও Australian CIMMYT এর সাথে যৌথভাবে Sustainable Intensification of Rice Maize Production System in Bangladesh শীর্ষক একটি প্রায়োগিক গবেষণা বাস্তবায়ন করছে। কৃষির বহুমুখী যান্ত্রিকীকরণ, রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানো ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গবেষণাটি ইতিবাচক ফলাফল রেখে চলেছে।

৬।  উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন

            ইউএনডিপির আর্থিক সহায়তায় বার্ড চৌদ্দগ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের মডেল উদ্ভাবনের লক্ষ্যে একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে উক্ত দু’টো উপজেলার পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।

৭।  Strengthening of Institutional Capabilities and Rural Population for      Territorial Development:

            The Spanish Agency for International Cooperation and Development এবং ETEA Foundation, Spain এর আর্থিক সহায়তায় বার্ড কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নে Strengthening of Institutional Capabilities and Rural Population for Territorial Development in Chittagong শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণ, ইউনিয়ন ডাটাবেইস তৈরী, গ্রাম পর্যায়ে দক্ষ জনবল তৈরী ও সম্পদ সৃষ্টিতে প্রকল্পটি ইতিবাচক অবদান রাখছে।

৮।  পল্লী এলাকায় উন্নত সেবা সরবরাহে ই-পরিষদ

            জুলাই ২০০৯ থেকে বার্ড “পল্লী এলাকায় উন্নত সেবা সরবরাহে ই-পরিষদ” শীর্ষক একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে । ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে আইসিটি প্লাটফর্ম সৃষ্টির মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত সেবা সরবরাহ করার লক্ষ্যে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড় কানন ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিগত ৫ বছরে বার্ডে আইসিটি সুবিধাসমূহ লক্ষ্যনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে । একটি পৃথক আইটি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে ৫০টি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার ল্যাব এবং কনফারেন্স সিস্টেমসহ একটি সম্মেলন কক্ষ।

    এক নজরে বার্ডের পরীক্ষামূলক প্রকল্পসমূহ (১৯৬০-২০১৩)

*    1.   Rural Works Programme

*    2.   Thana Training and Development Center

*    3.   Thana Irrigation Programme

*    4.   Two-tier Cooperatives

**  5.   Family Planning

**  6.   Adult Education

**  7.   Village Publicity

**  8.   Women’s Development

**  9.   Rural Health and Nutrition

**  10. Village Child Development Programme

**  11. Feeder School and Imam Teachers Programme

**  12. Mechanised Cultivation

**  13. Marketing, Processing and Storage

      14. Poultry and Dairy

**  15. Rural Electrification

      16. Mechanical Rice Drying

      17. Reclamation of Derelict Tanks

      18. Youth Programme

      19. Land Use Development Planning

      20. Kitchen Gardening and Home Level Food Processing

**  21. Small Farmers and Landless Labourers Development Programme (SFDP)

**  22. Joint Study on Rural development Experiment

**  23. Comprehensive Village Development Programme (CVDP)

      24. Local Level Planning and Management

      25. Village School and Community Learning

      26. Community Information and Planning System

      27. Building Capacity for Local Governance

      28.   Model Village in Rural Development

      29.   Women, Education, Income and Nutrition Improment Project (WOINIP)

      30.   Ecological Sanitation Project 

      31.   Agricultural Insurance Project

      32.   E-Parishad for Better Services in Rural Areay

      33.   Strengthening of Institutional Capabilities for Territorial Development in                                      Chittagong

      34.   Integrated Community Development Project in Burichang Upazils of Comilla                               District

 *1.    These Programme have been accepted for replication all over the country.

**2.  These programmes have been accepted for replication partially or in other from in some selected areas of the country by the government or other agencies.



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon