জনাব মোঃ শাহজাহান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান ০৩ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে পরিচালক (জরিপ) পদে কর্মরত ছিলেন। জনাব মোঃ শাহজাহান বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারের কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরূত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, জোনাল সেটেলমেন্ট অফিসার, বগুড়া এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদ, লালমনিরহাট হিসেবে কাজ করেছেন।
জনাব মোঃ শাহজাহান ১৯৬৩ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জনাব মোঃ শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ১৯৮৬ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশাগত দক্ষতা বিকাশের জন্য দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং সম্মেলনে অংশ গ্রহণ করেন। তিনি এক পুত্র সন্তানের জনক।