Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


প্রকাশন তারিখ : 2025-02-22

২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির সূচনা হয়। ১৯৫২ সালের ভাষা শহিদগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্ড-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বার্ড-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বার্ড-এ চলমান বুনিয়াদী ও বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী। বক্তাগণ বাংলা ভাষার জন্য ভাষা শহিদগণের ত্যাগের মহিমা তুলে ধরেন। এছাড়াও শহিদগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।