অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বার্ডের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য
(০৮ আগস্ট ২০২৪ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ)
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় গত ০৮ আগস্ট ২০২৪ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সময় পর্যন্ত মোট ১১৪টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। উক্ত কোর্সগুলোতে সর্বমোট ৫৪৮০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ৩১৫০ জন এবং মহিলা ২৩৩০ জন) অংশগ্রহণ করেন। তন্মধ্যে বার্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইনহাউজ/মৌলিক প্রশিক্ষণ হিসেবে ‘শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স ০৩টি এবং ডি-নথি অবহিতকরণ বিষয়ক ১টি; জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর উদ্যোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ১টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স; জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর কর্মকর্তাদের জন্য ১টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য ৮টি প্রশিক্ষণ কোর্স; বিভিন্ন সংস্থার অর্থায়নে ৪৯টি প্রশিক্ষণ কোর্স; বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্টানের প্রশিক্ষণার্থীদের জন্য বার্ডের কার্যক্রম অবহিতকরণ কর্মসূচি ১৮টি; ২টি সেমিনার; ৫টি কর্মশালা; ২টি সম্মেলন ও ১২টি সংযুক্তি কর্মসূচি; বার্ডের প্রায়োগিক গবেষণা প্রকল্পসমূহের উদ্যোগে ৯টি প্রশিক্ষণ কোর্স এবং আন্তর্জাতিক পর্যায়ের ১টি প্রশিক্ষণ, ১টি সম্মেলন ও ১টি ভিজিট কর্মসূচি উল্লেখযোগ্য।