প্রকল্পের শিরোনাম: সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় (১ম সংশোধিত)।
উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ |
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়/ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ |
বাস্তবায়নকারী সংস্থা |
বাস্তবায়নকারী সংস্থা: ৪টি। যথাক্রমে: ১। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), ২। সমবায় অধিদপ্তর, ৩। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং ৪। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) |
বাস্তবায়নকাল |
১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ (মূল) ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ (১ম সংশোধিত) |
বাজেট (লক্ষ টাকায়) |
সম্পূর্ণ প্রকল্প বরাদ্দ =৩০১০৫.০০, বার্ড অংশের বরাদ্দ = ৬২৪৮.৪৮.০০ টাকা (মূল) সম্পূর্ণ প্রকল্প বরাদ্দ =২৯৯৯৮.০০, বার্ড অংশের বরাদ্দ = ৬৪২০.৪৭.০০ টাকা (১ম সংশোধিত) |
অর্থায়নের ধরণ ও উৎস |
জিওবি |
প্রকল্প পরিচালকের নাম ও পদবি |
ড. মোঃ আলফাজ হোসেন (অতিরিক্ত সচিব) |
প্রকল্পের পটভূমি:
বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা কর্তক উদ্ভাবিত পল্লী উন্নয়নের জনপ্রিয় ও সুপরিচিত মডেল ‘কুমিল্লা পদ্ধতির’ অন্যতম কম্পোনেন্ট ‘দ্বি-স্তর’ সমবায় পদ্ধতির নবতর প্রয়াস হিসেবে টোটাল ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (টিভিডিপি) নামে একটি পরীক্ষামূলক প্রকল্প ১৯৭৫ সালে বার্ডে যাত্রা শুরু করে। ১৯৮৩ সাল থেকে টিভিডিপি’র নাম পরিবর্তন করে প্রকল্পের নামকরণ করা হয় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি বা সিভিডিপি। ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে প্রকল্পের ৩য় পর্যায় শুরু হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয়। ৩য় পর্যায়ে প্রকল্পটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক পরিচালিত ও এর অধীনস্ত ৪টি সংস্থা কর্তৃক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। তন্মধ্যে সমবায় অধিদপ্তর ৪৬টি উপজেলা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৪৬টি উপজেলা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ৩৫টি উপজেলা এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ৩৫টি উপজেলাসহ সমগ্র দেশে ৮টি বিভাগের ৬৪টি জেলার ১৬২টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।
প্রকল্পের মূল উদ্দেশ্য:
প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামভিত্তিক একক সমবায় সংগঠনের আওতায় গ্রামের ধনী-দরিদ্র, নারী-পুরুষ, কিশোর-কিশোরী নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন করা। সিভিডিপি’র মূলমন্ত্র হলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সংগঠনের মাধ্যমে পুঁজি গঠন, কাঙ্খিত শেয়ার সঞ্চয় গঠন, সদস্যদের প্রশিক্ষিতকরণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ পরিকল্পনা ও সংযোগ প্রদান।
প্রকল্পের বিশেষ উদ্দেশ্যগুলো হলো:
০১) গ্রাম পর্যায়ে ১০,০৩৫ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি গঠন;
০২) প্রকল্পের আওতায় ৯,৫০,০০০ টি পরিবারের ১৪,৫০,০০০ জন সমবায়ীর নিকট পৌঁছে দেয়া;
০৩) শেয়ার ও সঞ্চয় আমানতের সাহায্যে ৫১০.০০ কোটি টাকা পুঁজি গঠন;
০৪) বয়স (১৮ বছর এবং তদুর্ধ্ব) ধর্ম, পেশা ও শ্রেণী নির্বিশেষে প্রতিটি ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা;
০৫) সফল সমবায় নীতিসমূহ কার্যকরভাবে প্রয়োগে প্রাতিষ্ঠানিক কাঠামোকে বেগবান করা;
০৬) সংশ্লিষ্ট গ্রামের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা;
০৭) গ্রাম জরীপ তথা বেঞ্চ মার্ক সার্ভের মাধ্যমে গ্রাম তথ্য বই প্রণয়ন করা;
০৮) প্রতিটি সমিতিতে বিষয় ভিত্তিক গ্রাম উন্নয়ন কর্মী সৃজন করা- যারা উপজেলা পর্যায়ের জাতিগঠনমূলক বিভাগসমূহের সাথে গ্রাম সমবায়
সমিতির সংযোগ এজেন্ট হিসেবে কাজ করবে;
০৯) গ্রামের দক্ষ মানব সম্পদ উন্নয়ন ত্বরান্বিতকরণে চাহিদাভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৪,৩০,১৬৩ জন সমবায়ীকে (নারী-পুরুষ উভয়) প্রশিক্ষণ
প্রদান করা;
১০) গ্রামের দরিদ্র মানুষের জ্বালানি সংকট নিরসনে গৃহে সৌর জ্বালানী ব্যবহারে উদ্বুদ্ধ করা;
১১) নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কমপক্ষে ৩,৫০,০০০ জনকে স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা;
১২) সমাবায়ীদের দোড় গোড়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধাদি ও উন্নয়ন তথ্য সরবরাহ ও সেবা প্রদানে উদ্বুদ্ধকরণ;
১৩) ক্ষুদ্র ঋণ দান সংস্থা ও গ্রাম ভিত্তিক সমবায় সমিতির মধ্যে সংযোগ স্থাপন; এবং
১৪) গ্রাম সমবায় সমিতির নিজস্ব ব্যবস্থার উন্নয়ন।
প্রকল্পের মূল কম্পোনেন্টসমূহ:
১. |
সমিতি গঠন (সংখ্যা) |
২. |
পরিবার অর্ন্তভূক্তি (সংখ্যা) |
৩. |
সদস্য অর্ন্তভূক্তি (জন) |
৪. |
মোট মূলধন/পুঁজি গঠন (লক্ষ টাকায়): |
ক) সমবায়ীদের সঞ্চয় জমা (লক্ষ টাকা) |
|
খ) সমবায়দের শেয়ার জমা (লক্ষ টাকা) |
|
৫. |
সমিতির নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ (লক্ষ টাকা) |
৬. |
প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি (জন) |
৭. |
প্রজেক্ট পারসোনেলদের প্রশিক্ষণ – ৪/২দিন |
৮. |
উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের অবহিতকরণ প্রশিক্ষণ – ১দিন |
৯. |
উন্নয়নকর্মী/গ্রামকর্মী/সমিতির সদস্যগণের অবহিতকরণ প্রশিক্ষণ – ১দিন |
১০. |
বিশেষ প্রশিক্ষণ – ৩দিন |
১১. |
আইজিএ প্রশিক্ষণ – ৩০/৬০দিন |
১২. |
মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ – ১দিন |
প্রকল্প এলাকা:
প্রকল্পের বার্ড, কুমিল্লা অংশের আওতাধীন ১৮টি জেলার ৩৫টি উপজেলায় কার্যক্রম চলছে।
জেলা |
উপজেলা |
জেলা |
উপজেলা |
নারায়নগঞ্জ |
সোনারগাঁ |
ফেনী |
ছাগলানাইয়া |
মুন্সিগঞ্জ |
সিরাজদিখান |
সোনাগাজী |
|
গজারিয়া |
খাগড়াছড়ি |
মাটিরাঙ্গা |
|
গোপালগঞ্জ |
টুঙ্গিপাড়া |
ব্রাহ্মণবাড়িয়া |
নবীনগর |
কোটালীপাড়া |
বাঞ্ছারামপুর |
||
মুকসুদপুর |
চাঁদপুর |
শাহরাস্তি |
|
রাজবাড়ী |
পাংশা |
হাইমচর |
|
চট্টগ্রাম |
আনোয়ারা |
মতলব উত্তর |
|
কক্সবাজার |
চকরিয়া |
নড়াইল |
লোহাগাড়া |
উখিয়া |
সিলেট |
সিলেট সদর |
|
নোয়াখালী |
বেগমগঞ্জ |
দক্ষিণ সুরমা |
|
সুবর্ণচর |
মৌলভীবাজার |
কমলগঞ্জ |
|
কুমিল্লা |
কুমিল্লা সদর দক্ষিণ |
মাধবপুর |
|
কুমিল্লা সদর |
হবিগঞ্জ |
চুনারুঘাট |
|
হোমনা |
বরিশাল |
আগৈলঝাড়া |
|
চৌদ্দগ্রাম |
উজিরপুর |
||
বুড়িচং |
হিজলা |
||
লক্ষ্মীপুর |
রামগতি |
গ্রামীণ উন্নয়নে প্রকল্পের প্রভাব ও গুরুত্ব:
প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামভিত্তিক একক সমবায় সংগঠন তৈরি হয়েছে। সমবায় সমিতির আওতায় আওতায় গ্রামের ধনী-দরিদ্র, নারী-পুরুষ, কিশোর-কিশোরী নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন কাজে সম্পৃক্ত করা হয়েছে। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সংগঠনের মাধ্যমে পুঁজি গঠন, কাঙ্খিত শেয়ার সঞ্চয় গঠন, সদস্যদের প্রশিক্ষিতকরণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সমবায়ীদেরকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রকল্প কার্যক্রমের চিত্র:
১। ২০২৩-২৪ সালের এডিপি বরাদ্দ |
: ২২২৭.৪৪ লক্ষ টাকা। |
|||||
২। চলতি বছরের আগস্ট, ২০২৩ পর্যন্ত জিওবি অর্থ অবমুক্তি |
: ৫৮৯.৩২ লক্ষ টাকা। |
|||||
৩। চলতি বছরের আগস্ট, ২০২৩ পর্যন্ত অগ্রগতি (ব্যয়) |
: ক) আর্থিক ৪.৩৫ লক্ষ টাকা; খ) বাস্তব ০ %। |
|||||
৪। জুন, ২০২৩ পর্যন্ত ক্রমপুঞ্জিত অগ্রগতি (ব্যয়) |
: ক) আর্থিক ৩৮২১.৪৪ লক্ষ টাকা; খ) বাস্তব ৩৭%। |
|||||
৫। কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি: |
||||||
ক্রমিক নং |
অংগসমূহের নাম |
সংশ্লিষ্ট অংশের ডিপিপি অনুযায়ী মোট লক্ষ্যমাত্রা (নতুন ও পুরাতন উপজেলা) |
ক্রমপুঞ্জিত অগ্রগতি |
১ |
সমিতি গঠন (সংখ্যা) |
২১৬০ |
২০৭১ |
২ |
পরিবার অন্তর্ভুক্তি (সংখ্যা) |
২০৪৪০০ |
১২৯৮০৬ |
৩ |
সদস্য অন্তর্ভুক্তি (জন) |
৩১২০০০ |
২০৫৩৯৪ |
৪ |
মোট মূলধন/পুঁজি গঠন (লক্ষ টাকায়): |
|
|
ক) সমবায়ীদের সঞ্চয় জমা (লক্ষ টাকা) |
৯৩৩০.০০ |
২৮৩৮.৬৪ |
|
খ) সমবায়ীদের শেয়ার জমা (লক্ষ টাকা) |
1640.00 |
১১২১.৪১ |
|
৫ |
সমিতির নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ (লক্ষ টাকা) |
8610.00 |
৫২১৭.৭৫ |
৬ |
প্রশিক্ষণ ও ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি (জন) |
৭৫৩৩৬ |
৫৮৪৫৫ |
৬। প্রশিক্ষণ:
ক্রমিক নং |
প্রশিক্ষণের ধরণ |
ডিপিপি‘র মোট লক্ষ্যমাত্রা |
ক্রমপুঞ্জিত অগ্রগতি |
||
(সংস্থা ভিত্তিক) |
|||||
১ |
২ |
||||
বাস্তব |
আর্থিক |
বাস্তব |
আর্থিক |
||
(জন) |
(লক্ষ টাকা) |
(জন) |
(লক্ষ টাকা) |
||
১ |
প্রজেক্ট পারসোনেলদের প্রশিক্ষণ (৪/২ দিন) |
১৬০ |
৯.৯৬ |
১৬০ |
৯.২৬ |
২ |
উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের অবহিতকরণ প্রশিক্ষণ (১ দিন) |
৪৭৫ |
5.70 |
৪৭৫ |
5.70 |
৩ |
উন্নয়নকর্মী/গ্রামকর্মী/সমিতির সদস্যগণের অবহিতকরণ প্রশিক্ষণ (১ দিন) |
২২৮০০ |
৭৯.৮০ |
১৮৬০ |
৬.৫১ |
৪ |
বিশেষ প্রশিক্ষণ (৩ দিন) |
৬৮৪০ |
৭৫.২৪ |
৩৯০০ |
৪২.৯ |
৫ |
আইজিএ প্রশিক্ষণ (৩০/৬০ দিন) |
৭৫৬০ |
১৪৯৯.৮০ |
৩৮২৩ |
১৩৫৬.২ |
৬ |
মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ (১ দিন) |
১৩৯৯৬০ |
৯১৪.৪০ |
১০০৬০০ |
৩৯০.৬৯ |
মোট |
১৭৭৭৯৫ |
২৫৮৪.৯০ |
১১০৮১৮ |
১৮১১.২৬ |