জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা
০৭/০৫/২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ( বার্ড) , কুমিল্লা - এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - এর অতিরিক্ত সচিব জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় - এ অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা বিসিএস ( প্রশাসন) ক্যাডারের - এর দশম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ০১/০৭/১৯৬৫ খ্রিঃ তারিখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ -এর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় - এর অধিভুক্ত জগন্নাথ কলেজ হতে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের প্রারম্ভে, তিনি ১১/১২/১৯৯১ খ্রিঃ তারিখে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন । জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রের গর্বিত জনক। তাঁর সহধর্মিণী জনাব শিউলি আক্তার পারিবারিক জীবনে গৃহিনী ।