অদ্য ২৯ জুলাই ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য “উন্নয়ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন” শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির ক্ষেত্রে নীতি-নির্ধারণী ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে উন্নয়ন প্রকল্পের কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পে নিজেদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ সালাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনবা মিলন কান্তি ভট্টাচার্য্য। কোর্সের পরিচিতি তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রকল্প) ও কোর্স পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। এ কোর্সে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব তানভীর আহমেদ, উপরিচালক, বার্ড। উক্ত প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।