০৭ নভেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী ও উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক আয়োজিত গ্রামীণ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে টেকসই শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উল্লিখিত অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল করিম। এ সময়ে গ্রামীণ পণ্য মেলা উদ্বোধনের পর প্রকল্পের বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা সম্মেলন ২০২৪ উদ্বোধন করা হয়। গ্রামীণ পণ্য মেলাতে গ্রাম সংগঠন হতে আগত সংগঠনের কর্মীগণ কর্তৃক নিজের হাতে উৎপাদিত বাঁশ ও বেতের মোড়া, শোপিস, বিভিন্ন ধরনের শুকনো খাবার, হস্তশিল্প, আচার ও বাটিকের পোশাক, বিছানার চাদর প্রভৃতি সহকারে স্টলগুলো সুসজ্জিত ছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশাসন) জনাব আইরিন পারভীন, বিশেষ অতিথি জনাব নাছিমা আক্তার, প্রাক্তন পরিচালক (পিআরএল), সম্মেলন পরিচালক ও প্রকল্প পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুন নাহার, উপপরিচালক, বার্ড। আরও উপস্থিত ছিলেন ওশান ফুড এর প্রোপাইটার জনাব ইয়াসমিন আক্তার। উক্ত অনুষ্ঠানে গ্রাম সংগঠনসমূহ তাদের কার্যক্রমের বার্ষিক মূল্যায়ন ও পরিকল্পনা প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের কার্যক্রমের উপর ভিত্তি করে বিভিন্ন সংগঠনকে পুরস্কার দেয়া হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রেষ্ঠ সভা নেত্রী, শ্রেষ্ঠ সংগঠন, শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ কল্যাণকর্মী, উদীয়মান নতুন উদ্যোক্তা এবং তিনটি স্টলকে বিচারক কর্তৃক মূল্যায়ন করে পুরস্কার প্রদান করা হয়। উক্ত বাষিক পরিকল্পনা সম্মেলনের অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব শারমিন শাহরিয়া, উপপরিচালক (পল্লী শিক্ষা) ও সহযোগী সম্মেলন পরিচালক।