অদ্য ১৮ নভেম্বর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় উচ্চ পদস্থ কৃষি কর্মকর্তাদের জন্য প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (কৃষি ও পরিবেশ) ড. এ, কে, শরীফউল্লাহ। সভাপতি মহোদয় তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে আধুনিক কৃষির সম্প্রসারণে কোনো বিকল্প নেই। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (প্রশিক্ষণ)। কোর্সটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন কোর্স পরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, পরিচালক (পল্লী শিক্ষা), বার্ড। এ কোর্সে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব জোনায়েদ রহিম, উপ-পরিচালক, বার্ড। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পর্যায়ের ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।