Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০১৮

আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বার্ড পরিদর্শন


প্রকাশন তারিখ : 2018-07-04

অদ্য ৪ জুলাই ২০১৮ তারিখ আফগানিস্তান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা পরিদর্শন করেন। অংশগ্রহণকারীগণের মধ্যে ছিলেন আফগানিস্তান সরকারের মন্ত্রীপরিষদ সচিব জনাব নাসরুল্লাহ আর্সালাই; জনাব হামদুল্লাহ হামদার্দ, উপমন্ত্রী, সেচ, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব আগা হোসেন, উপমন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-সহ কৃষি, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দপ্তরের ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে আফগানিস্তানের আন্ত:মন্ত্রণালয় কমিটির ১-৫ জুলাই ২০১৮ বাংলাদেশ সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল বার্ড পরিদর্শন করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ-সহ অন্যান্য কর্মকর্তাগণ সফরসঙ্গী হিসেবে ছিলেন। এদেশের দারিদ্র্য বিমোচন তথা পল্লী উন্নয়ন কার্যক্রমের সূতিকাগার হিসেবে বার্ডের নানা কার্যক্রম আমন্ত্রিত অতিথিগণের সামনে তুলে ধরা এবং পল্লী উন্নয়নের ক্ষেত্রে সদস্য দেশসমূহের সাথে একটি মেলবন্ধন স্থাপনের উদ্দেশ্যে উক্ত পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের সম্মানে বার্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে বার্ড পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান। তিনি তাঁর বক্তব্যে এতদঅঞ্চলের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, বার্ড সৃষ্টির প্রেক্ষাপট, উন্নয়নের বিখ্যাত কুমিল্লা মডেল, বর্তমান উন্নয়ন দর্শন এবং দারিদ্র বিমোচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গৃহীত পরিকল্পনা নিয়ে আমন্ত্রিত অতিথিদের সামনে বক্তব্য প্রদান করেন। বার্ড ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রতিনিধি দল ম্যাগসাসে এ্যাওয়ার্ড প্রাপ্ত “দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি” এবং “রায়চোঁ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি” পরিদর্শন করেন। উক্ত সেমিনারে সেমিনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব মোঃ মিজানুর রহমান এবং সহকারী সেমিনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের সহকারী পরিচালক জনাব রাখী নন্দী। সেমিনারে উপস্থিত ছিলেন বার্ডের অন্যান্য অনুষদবর্গ।