অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরগণের জন্য নগর স্থানীয় সরকার ব্যবস্থা ও আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক ড. এ, কে, শরীফউল্লাহ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সময়ে নগর উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে হবে। কুমিল্লা মহানগরীকে অধিকতর বাসযোগ্য করে গড়ে তুলতে তিনি কাউন্সিলরগণকে আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি উক্ত প্রশিক্ষণ কোর্স আয়োজন করার জন্য বার্ড কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৬-২০ সেপ্টেম্বর, ৫দিন ব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩১জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব জমির উদ্দিন খান জম্পি, কাউন্সিলর ও ১নং প্যানেল মেয়র এবং বেগম নুর জাহান আলম পুতুল, কাউন্সিলর ও ৩নং প্যানেল মেয়র। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বার্ডের যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) জনাব নেওয়াজ আহমদ চৌধুরী। কোর্সটি সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন বার্ডের পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) ও কোর্স পরিচালক জনাব মোঃ আবদুল কাদের। এ কোর্সে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেছেন বেগম আযমা মাহমুদা, সহকারী পরিচালক, বার্ড।