Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’র ৫১ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন


প্রকাশন তারিখ : 2018-08-03

আগামী ০৪ ও ০৫ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে বার্ডের ৫১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ২০১৮-১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথাগতভাবে বার্ডের বিগত বছরের প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা, নীতিগত অনুশীলন ও প্রচার সংক্রান্ত বহুমাত্রিক কার্যাবলী পর্যালোচনা, আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ এবং কর্মকৌশল নিরূপনের লক্ষ্যে এ সম্মেলন আয়োজিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও নাগরিক সম্প্রদায় এবং একাডেমিক ও গবেষণাধর্মী, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সমবায় সংগঠনসমূহের প্রায় ৮0 জন প্রতিনিধি এ জনগুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহীত বার্ডের কার্যক্রম সম্পর্কে তাঁদের মূল্যবান অভিমত ও পরামর্শ প্রদান করবেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি, আগামী 4 আগস্ট সকালে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন সিরডাপ-এর মহাপরিচালক জনাব টেভিটা জি বোসোওয়াকা তাজিনাভুলাও। এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরডিএ, বগুড়া –এর মহাপরিচালক এবং বাপার্ড –এর মহাপরিচালক।