সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা-এর উদ্যোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর কর্মকর্তাদের “অফিস ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশন তারিখ
: 2018-09-13
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা-এর উদ্যোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর কর্মকর্তাদের “অফিস ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন ড. কামরুল আহসান, পরিচালক (প্রশাসন), বার্ড। প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ ও চর্চা করে তা টেকসই করার উপর সভাপতি মহোদয় গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়নে কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সৎ থাকার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নারায়ন চন্দ্র পাল, মহাব্যবস্থাপক (অর্থ), বিজিডিসিএল, কোর্স পরিচালক জনাব আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ),জনাব মিলন কান্তি ভট্টাচার্য, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ), এবং কোর্স সমন্বয়ক জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, উপ-পরিচালক (প্রশিক্ষণ),বার্ড। প্রশিক্ষণ কোর্সে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ০৯-১৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত (০৫দিন ব্যাপী) এ প্রশিক্ষণ কোর্সে অফিস ব্যবস্থানা বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্স হতে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ০২ জন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।সমাপনী অধিবেশন সঞ্চালনা করেন সহযোগী কোর্স পরিচালক কাজী সোনিয়া রহমান, উপ-পরিচালক (উন্নয়ন যোগাযোগ), বার্ড।