Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২৪

গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-06-25

২৫ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে বার্ডের রাজস্ব বাজেটের আওতায় পরিচালনাধীন গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কম্যুনিটির অংশগ্রহণে সহায়তা প্রদান জোরদারকরণ শীর্ষক প্রায়োগিক গবেষণার উদ্যোগে আদর্শ সদরের কালীর হাট ইউনিয়নের ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ডের পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন বিভাগের পরিচালক ড. শেখ মাসুদুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ কার্যালয় কুমিল্লার উপপরিচালক, জনাব জেড. এম. মিজানুর রহমান খান এবং ডাঃ মোঃ কবীর হোসেন, মেডিক্যাল অফিসার, ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতাল। এছাড়াও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি জনাব নুরুল ইসলাম (সিআইপি)। কর্মশালা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান প্রায়োগিক গবেষক কাজী সোনিয়া রহমান, যুগ্ম-পরিচালক, সহকারী কর্মশালা পরিচালক ছিলেন জনাব মোঃ শাহজালাল, সহকারী পরিচালক এবং কর্মসূচি উপস্থাপনা করেন সহযোগী প্রায়োগিক গবেষক জনাব ফরিদা ইয়াসমিন, উপপরিচালক। জনাব মোঃ জয়নাল আবেদীন।