Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বার্ডে প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের কোর্সের সমাপ্তি


প্রকাশন তারিখ : 2018-02-14

আজ 14 ফেব্রুয়ারি 2018 বার্ডে প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স  শেষ  হয়েছে। দু’সপ্তাহ মেয়াদী এ কোর্সে জাতীয় কৃষি বিজ্ঞানী সিস্টেমের ২৯ জন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ কোর্সে কৃষি, মৎস্য, ইক্ষু, বন, তুলা ও ধান গবেষণাসহ ১২টি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, দেশের মাটি ও আবহাওয়া উন্নতমানের হওয়ায় কৃষি শিল্পকে বিশ্ব সেরা করার লক্ষ্যে কৃষি বিজ্ঞানীগণ নিরলস পরিশ্রম করে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নিশ্চিত করতে পারলে অন্যর মুখাপেক্ষী হতে হবেনা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক এন.এ.টি.পি-২ প্রকল্পের ড. মিয়া সাঈদ হাসান কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন কৃষিজাত ফসল ও পণ্য গ্রমাঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রতি বিশেষ অনুরোধ করেন। প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সফিকুল ইসলাম, পরিচালক (গবেষণা), বার্ডের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্কের এন.এ.টি.পি-২ এর প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ মোখলেছুর রহমান ও কোর্সের কোর্স সমন্বয়ক বার্ডের যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ কামরুল হাসান। সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের উপ পরিচালক (পল্লী শিক্ষা) মোঃ আবদুল মান্নান।