বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বার্ড জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে বার্ড ক্যাম্পাসে বর্ণিল সাজ ও আলোকসজ্জা করা হয়।
গণহত্যা দিবস উদযাপনের লক্ষ্যে ২৫ মার্চ কালোরাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, মিলাদ মাহফিল ও প্রতীকী ব্লাকআউট করা হয়।