Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৯

বার্ডে ১৪১তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি


প্রকাশন তারিখ : 2019-03-21
আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ১৪১তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২১জানুয়ারি থেকে ২১ মার্চ , ২০১৯ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)-এর ২১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কোর্সে সিভিল সার্ভিসের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বার্ড পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন,পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এছাড়া এর মাধ্যমে হেলথ্ ট্যুরিজমের বিকাশ ঘটবে। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করেন। তিনি স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের জনগণের প্রতি অর্পিত দায়িত্ব মেধা ও নিষ্ঠার সাথে পালনের জন্য আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব মো. মিজানুর রহমান । ১৪১তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. কামরুল আহসান, পরিচালক(প্রশাসন), বার্ড। তিনি কোর্সের সাথে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক ফলাফল বিবেচনায় ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন ডাঃ মো: আবদুল আউয়াল। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। এ কোর্সের কোর্স সমন্বয়ক ছিলেন বার্ডের যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) জনাব নেওয়াজ আহমদ চৌধুরী। সহযোগী কোর্স পরিচালক হিসেবে ছিলেন বার্ডের উপ-পরিচালক (গবেষনা) জনাব জোনায়েদ রহিম এবং তিনি কোর্সের সার্বিক মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।