Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুন ২০২০

গোমতির চরে বার্ডের বিভিন্ন কৃষি ও অকৃষি উপকরণ বিতরণ


প্রকাশন তারিখ : 2020-06-15

আজ ১৫ জুন ২০২০ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা, কর্তৃক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোমতির চর নতুন হাসনাবাদ গ্রামে "অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন" শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীদের মাঝে বিভিন্নি কৃষি ও অকৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীরা ১০০০টি উন্নত জাতের হাঁসের বাচ্চা, ৬২৫ টি কোয়েলের বাচ্চা, ৭ মণ আমন ধানের বীজ এবং বিভিন্ন জাতের মৌসুমি হাইব্রিড শাকসব্জির বীজ পেয়েছে। এছাড়াও, ১০০ টি বজ্রনিরোধক তাল ও খেঁজুর গাছের চারার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ৩০০০ টি বায়ুনিরোধক, কাঠ উৎপাদক, ফলজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়। অধিকন্তু গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিপদাপন্ন ৫ জন বিধবা নারীর মাঝে ৫ টি সেলাই মেশিন এবং অন্য একজনকে একই সাথে অধিক ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য বার্ড উদ্ভাবিত কল্যাণ ইনকিউবেটরের সাথে ১২৫ টি উন্নত জাতের ডিম দেয়া হয়। চলমান কোভিড-১৯ মহামারীর মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সম্পন্ন করে বার্ড পল্লী উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বার্ডের মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান এর প্রতিনিধি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ রিয়াজ মাহমুদ, উপ পরিচালক, বার্ড, সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ মোশারেফ হোসেন ভূঁঞা, সহকারী পরিচালক, বার্ড এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার জনাব পারভেজ আহমেদ ফারুক।