Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০১৮

বার্ডে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মুক্ত আলোচনা


প্রকাশন তারিখ : 2018-03-02

অদ্য ০২/০৩/২০১৮ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটরিয়াম-এ জাতীয় শুদ্ধাচার বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বার্ডের অনুষদবর্গ ও বার্ডে চলমান ১৩৮তম ও ১৩৯তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ। মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক জনাব মোঃ জাহাংগীর আলম। মুক্ত আলোচনায় ক্ষুদ্র কুটির শিল্প (বিসিক)-এর কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাগণ তাঁদের বিদ্যমান সমস্যাসমূহ তুলে ধরেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় সচিব মহোদয় উক্ত সমস্যাগুলো নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় সচিব মহোদয় বার্ডের স্থাপনাসমূহের নামফলক উন্মোচন করেন। উল্লেখ্য, বার্ডের ৭টি হোস্টেল মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ’র নামে এবং তিনটি ক্যাফেটেরিয়া মহান ভাষা আন্দোলনের তিনজন ভাষাসৈনিকের নামে নামকরণ করা হয়। এছাড়া বার্ডের গেস্টহাউস এবং অডিটরিয়ামগুলোরও নতুন নামকরণ করা হয়।