Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০১৮

বার্ডে “রুরাল ট্যুরিজম ও পল্লী উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-07-23

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে “রুরাল ট্যুরিজম ও পল্লী উন্নয়ন” শীর্ষক সেমিনার অদ্য ২৩ জুলাই ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বার্ড পরিচালনা পর্ষদ সদস্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে “রুরাল ট্যুরিজম ও পল্লী উন্নয়ন” এই ধারণাটিকে সাধুবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া কুমিল্লা অঞ্চলের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় মোটিভেশন প্রদানের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তৃতায় বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান বলেন, ট্যুরিজম একটি অপার সম্ভাবনাময় খাত। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনে রুরাল ট্যুরিজম একটি মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেমিনারে “রুরাল ট্যুরিজম ও পল্লী উন্নয়ন” বিষয়ক নিবন্ধ উপস্থাপন করেন বার্ডের উপ-পরিচালক ড. জিল্লুর রহমান পল। “ড. আখতার হামিদ খান-এর জীবন দর্শন ও কর্ম” বিষয়ক নিবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব মোঃ মিজানুর রহমান।

 

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রতিনিধি জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আজিজুর রহমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুমিল্লা উপস্থিত ছিলেন। বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক ড. এ, কে, শরীফউল্লাহ সেমিনারটি পরিচালনা করেন। সেমিনারে উপস্থাপনার দায়িত্ব পালন করেন বেগম আফরীন খান, উপ-পরিচালক, বার্ড। সেমিনারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, জেলা প্রশাসন, কুমিল্লা, ময়নামতি সেনানিবাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, কুমিল্লাস্থ বিনোদন কেন্দ্রসমূহের প্রতিনিধিগণ এবং বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।