বাংলাদেশ পলস্নী উন্নয়ন একাডেমি-তে ৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ‘‘দারিদ্র্য অধ্যয়ন ও পলস্নী উন্নয়ন’’ শীর্ষক সংযুক্তি কর্মসূচির উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ সংযুক্তি কর্মসূচিতে বিপিএটিসি থেকে বিভিন্ন ক্যাডারের ৪৩জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দুই সপ্তাহব্যাপী এ প্রোগ্রামে দারিদ্র্য দূরীকরণের বিভিন্ন কৌশলের তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সের একটি গুরম্নত্বপূর্ণ দিক হলো প্রত্যেক প্রশিক্ষণার্থীর সাথে গ্রামীণ পরিবারের সংযুক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিতব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, সরকারের গৃহীত কর্মসূচিসমূহ বাসত্মবায়নে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে বেশি। দেশের উন্নয়ন ও সেবার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের বদ্ধপরিকর হতে আহবান জানান। অনুষ্ঠানে বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কামিত্ম ভট্টাচার্য্য স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে বিপিএটিসি এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মঈন উদ্দীন, উপ-পরিচালক। এ সংযুক্তি কর্মসূচির কোর্স পরিচালকের দায়িতব পালন করছেন বার্ডের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবদুল কাদের। সহযোগী কোর্স পরিচালকের দায়িতব পালন করছেন উপ-পরিচালক বেগম আফরীন খান। কোর্সের সমন্বয়কের দায়িতব পালন করছেন যুগম-পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. কামরম্নল হাসান।