Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৮

বার্ডে বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-09-18

 

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৮ দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটরিয়ামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বার্ড এবং বিএফআরই-কে যৌথভাবে গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের জন্য আহবান জানান। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জনাব শহীদুল্লাহ। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মোঃ মাহাবুবুর রহমান। বিএফআরই এর উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করেন ড. মোঃ জাকির হোসাইন। উক্ত কর্মশালায় বার্ডের অনুষদবর্গ অংশগ্রহণ করেন।