আজ ১২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী একাডেমির ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আ. ক.ম. বাহাউদ্দিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোসাম্মৎ হামিদা বেগম । এছাড়াও এই বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় মন্ত্রী শোকাবহ আগস্ট মাসে জাতির জনক এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। তিনি এই সম্মলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আ. ক.ম. বাহাউদ্দিন শোকাবহ আগস্ট মাসে জাতির জনক এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এবং তিনি বলেন, বার্ড এর কার্যক্রম সরকারের ভিশন- ২০৪১ সালের সাথে সম্পর্কযুক্ত। তিনি তার বক্তৃতায় পল্লী ঊন্নয়নে বার্ড-এর অবদানের কথা তুলে ধরেন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি শোকাবহ আগস্ট মাসে জাতির জনক এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সুষম উন্নয়নে পল্লী উন্নয়ন-এর ভূমিকা অপরিসীম এবং এ বিষয়ে বার্ড উল্লেখযোগ্য অবদান রেখেছে।
সম্মলনের সভাপতির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল।
নীতি নির্ধারণী পেপার উপস্থাপনায় বার্ডের মহাপরিচালক জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা বার্ডের বর্তমান কার্যক্রম, কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা , কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে প্লাবন ভূমিতে মৎস্য চাষ ও নিরাপদ খাদ্য উৎপাদন, ই-পরিষদ, কুমিল্লার হাতেবোনা খাদিশিল্পের বাজার সম্প্রসারণ ও সক্ষমতা উন্নয়ন শীর্ষক প্রায়োগিক গবেষণাসহ অন্যান্য প্রায়োগিক গবেষণার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, অতীতের মত বার্ড পল্লী’র জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বার্ড গত অর্থবছরে ৫ টি আন্তর্জাতিক কোর্সসহ মোট ২১৫ টি কোর্সের মাধ্যমে ৯৭২৪ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড গত বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্তের আলোকে ১১ টি গবেষণাকর্ম সম্পন্ন করেছে এবং এই অর্থবছরে বার্ড-এর অনুষদ সদস্যগণ ৭ টি নতুন গবেষণাকর্ম-এর প্রস্তাব দাখিল করেছে । এছাড়াও, বার্ড-এ বর্তমানে এডিপি-এর অন্তর্ভুক্ত বার্ড আধুনিকায়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এছাড়া বার্ড রাজস্ব বাজেট-এর গবেষণা মঞ্জুরি হতে ১৮ টি প্রয়োগিক গবেষণা বাস্তবায়ন করছে ।
বার্ডের ৫৬তম পরিকল্পনা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের মহাপরিচালক জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা । এবং সম্মেলন-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ )। উক্ত সম্মেলনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. শেখ মাসুদুর রহমান, পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন)। সহযোগী আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক (গবেষণা) ও সহকারী আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন জনাব ফারুক হোসেন, সহকারী পরিচালক (ক্রীড়া)।