Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৮

বার্ডে ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা কর্মশালা সম্পন্ন


প্রকাশন তারিখ : 2018-11-14

অদ্য ১৪/১১/২০১৮ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে “ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক একটি কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় ৩ মাস মেয়াদী ১০টি কাইযেন থিম বা “ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা” প্রণয়ন করা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান। কর্মপত্র উপস্থাপন করেন ড. মোঃ শফিকুল ইসলাম, পরিচালক (পল্লী অর্থনীতি)। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (প্রশিক্ষণ)। কর্মশালাটি পরিচালনা করেন ড. মোঃ কামরুল হাসান,যুগ্ম পরিচালক (পল্লী শিক্ষা), বার্ড। জনাব তানভীর আহমেদ ও বেগম সাইফুন নাহার কর্মশালার সহযোগী কর্মশলা পরিচালক ও কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, বিগত ৫ বছরে বার্ড বাংলাদেশের ৮টি জেলায় ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এরই অভিজ্ঞতায় বার্ডের সার্ভিস সেকশনসমূহ যেখানে সেবা প্রত্যাশীরা এসে থাকেন সেখানে আরও দক্ষতা ও সেবাব্রতী অর্জনের জন্য করণীয় অনুসন্ধানে ১০টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।