Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে সিরডাপের পরিকল্পনা কর্মশালার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-03-10

গত ১০ মার্চ, ২০১৯ তারিখে সিরডাপ এবং বার্ডের যৌথ উদ্যোগে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় সিরডাপের ০৪ দিন ব্যপী পরিকল্পনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা কর্মশালায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিরডাপভুক্ত ১৫টি রাষ্ট্রের নীতি-নির্ধারণী পর্যায়ের সরকারি কর্মকর্তাগন অংশগ্রহণ করেছেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জনাব রবার্ট ডগলাস সিম্পসন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিরডাপ-এর মহাপরিচালক জনাব টেভিটা জি.বোসিওয়াকা তাজিনাভুলাও, এফএও-এর সহকারী বাংলাদেশ প্রতিনিধি জনাব নুর খন্দকার, বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান, পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। পরিকল্পনা কর্মশালার কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করছেন ড. আবদুল করিম, যুগ্ম-পরিচালক (গবেষণা) এবং সহকারী কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড। এই পরিকল্পনা কর্মশালার উদ্দেশ্য হচ্ছে পল্লী অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে সিরডাপের সদস্য রাষ্ট্রসমূহের দারিদ্র্য বিমোচনে সফল অভিজ্ঞতাসমূহের পারস্পরিক বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) সিরডাপের লিংক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।