আজ ৩০ জানুয়ারি, ২০১৮ ইং তারিখে বার্ডে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ–এর নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। কোর্সটির সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ড.এম মিজানুর রহমান। তাছাড়া, ইঞ্জিঃ রেজাউল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নারায়ণ চন্দ্র পাল, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্যে এবং কোর্স পরিচালক ও পরিচালক (প্রকল্প), বার্ড জনাব মোঃ মিজানুর রহমান | সমাপনি অনুষ্ঠানে সভাপতি, বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমান বলেন, চাকুরী জীবনের শুরুতেই এই ধরনের প্রশিক্ষণ অফিস ব্যবস্থাপনা বিষয়ে নবনিযুক্ত কর্মকর্তাগণকে দক্ষ করে তুলবে। তিনি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-কে বার্ডে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনে সহযোগী করায় ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ–এর নবনিযুক্ত কর্মকর্তাগণ দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন। কোর্সটির সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন জনাব জোনায়েদ রহিম, উপ-পরিচালক, বার্ড।