Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৯

বার্ডে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-10-27

অদ্য ২৭ অক্টোবর ২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ছয় মাসব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বিপিএটিসি-এর এমডিএস ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি দেশের উন্নয়ন ও সেবার জন্য বদ্ধপরিকর হতে আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক (কৃষি ও পরিবেশ) ড. কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ আবদুল কাদের। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি), বার্ড। তিনি কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। কোর্সটিতে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব জোনায়েদ রহিম, উপ পরিচালক, বার্ড এবং সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন ডাঃ বিমল চন্দ্র কর্মকার, সহকারী পরিচালক, বার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের অনুষদবৃন্দ সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সিভিল সার্ভিসের ১০টি ক্যাডারের ৬২ জন কর্মকর্তা।