Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০২৩

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৫৫তম এবং ১৫৬তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2022-12-31

অদ্য ৩১ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৫৫তম এবং ১৫৬তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এই দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুল করিম ।  সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা: মোঃ মাহফুজার রহমান সরকার। তিনি বলেন, চিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব  আবদুল্লাহ আল মামুন । এ ২টি কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন যথাক্রমে বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন এবং পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ। ২টি কোর্সের পক্ষ থেকে কোর্স পরিচালক রঞ্জন কুমার গুহ কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কোর্স দুটির কোর্স সমন্বয়ক জনাব আফরীন খান, যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ), সহযোগী কোর্স পরিচালক ও উপ-পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন) জনাব শারমিন শাহরিয়া এবং জনাব কাজী ফয়েজ আহমেদ , সহকারী পরিচালক (গবেষণা) ও সহকারী কোর্স পরিচালক। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৫৫তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক জনাব কাজী ফয়েজ আহমেদ , সহকারী পরিচালক (গবেষণা)। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কোর্স ২টিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর ১০০ জন কর্মকর্তা অংশগ্রহন করেছেন।