Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সাইন্স-এর যৌথ উদ্যোগে “এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2019-10-13

 

 

বার্ড ও এফএও-এর উদ্যেগে এসডিজি অর্জন শীর্ষক কোর্সের উদ্বোধন

 

অদ্য ১৩ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সাইন্স-এর যৌথ উদ্যোগে “এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক জনাব নাসরিন আক্তার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নূর আহমেদ খোন্দকার, এ্যাসিস্ট্যান্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এফএও, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক, কুমিল্লা এবং  পুলিশ সুপার, কুমিল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ আবদুল কাদের, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড। দুটি ব্যাচে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সের ৩৩টি বিশ্ববিদ্যালয়, গবেষনা ও প্রশিক্ষন প্রতিষ্ঠানের ৬০ জন অনুষদ সদস্য অংশগ্রহণ করেছেন। এই কোর্সে ব্যাচ-১ ও ব্যাচ-২ এ কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার), বার্ড এবং ড. মোঃ শফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন)। সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, যুগ্ম-পরিচালক, বার্ড এবং জনাব আবদুল্লাহ আল হুসাইন, উপরিচালক, বার্ড।