Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৮

বার্ডে আইটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-05-15

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্বভুক্ত “উন্নত সেবা সরবরাহে ই-পরিষদ” শীর্ষক প্রায়োগিক প্রকল্পের আওতায় ০৭-১৫ মে ২০১৮ খ্রি: (০৭ কর্মদিবস) মেয়াদে “কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্কিং, ট্রাবলশুটিং ও ফ্রিল্যান্সিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অধিবেশন দুপুর ২:৩০ মিনিটে বার্ডের সম্মেলন কক্ষ-৪ -এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ ও চর্চা করে তা টেকসই করার উপর সভাপতি মহোদয় গুরুত্বারোপ করেন। সমাপনী অধিবেশনে আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, কোর্স পরিচালক ও প্রকল্প পরিচালক বেগম আফরীন খান, কোর্স সমন্বয়ক ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ডা. বিমল চন্দ্র কর্মকার, সহকারী কোর্স পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক কাজী ফয়েজ আহমেদ। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রকল্প এলাকা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের ৩৮ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, প্রকল্পের উদ্যোগে বার্ড প্রকল্প এলাকার শিক্ষিত বেকার তরুণ তরুণীদের আইসিটি বিষয়ক দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর প্রশিক্ষণ কোর্সটি আয়োজন করে থাকে।