অদ্য ১৯ মার্চ ২০১৯ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় তথ্য সেবা সহকারীদের “অফিস ব্যবস্থাপনা, কম্পিউটার ফান্ডামেন্টালস এবং জেন্ডার সমতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা” বিষয়ক ১৫দিন ব্যপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান। সমাপনী অধিবেশনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপ পরিচালক তাহসিনা বেগম। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ কোর্স দু’টিতে ৫০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্স দু’টিতে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব রঞ্জন কুমার গুহ, যুগ্ম-পরিচালক (স্থানীয় সরকার ও পল্লী প্রশাসন), বার্ড এবং বেগম নাছিমা আক্তার, যুগ্ম-পরিচালক (পল্লী সমাজতত্ত্ব), বার্ড। কোর্স দু’টিতে সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, উপ-পরিচালক, বার্ড এবং বেগম ফরিদা ইয়াসমিন, সহকারী পরিচালক, বার্ড।