অদ্য ১০অক্টোবর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক ড. এ, কে, শরীফউল্লাহ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সময়ে নাগরিকদের কাছে সরকারের সেবা দ্রুত পৌছে দেয়ার জন্য সরকারি কর্মকর্তাদরে আরো তৎপর হতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে লব্ধজ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ বিভাগের যুগ্ম-সচিব ড. এস. এম. সানাউল হক। তিনি উক্ত প্রশিক্ষণ কোর্স আয়োজন করার জন্য বার্ড কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী অধিবেশনে আরো উপস্থিত ছিলেন এটুআই-এর জাতীয় পরামর্শক মোঃ জিয়াউল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি মোঃ আনোয়ার পাশা, উপ-সচিব। ৬-১০ অক্টোবর, ৫দিন ব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সরকারের বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য। কর্মশালা সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন বার্ডের পরিচালক (গবেষণা) ও কর্মশালা পরিচালক জনাব মোঃ সফিকুল ইসলাম। এ কর্মশালায় সহযোগী কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরীন খান, উপ-পরিচালক, বার্ড। কর্মশালাটি মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় বাস্তবায়িত হয়েছে।