অদ্য ০২-০৫-২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ইউনিয়ন পরিষদ সচিবগনের জন্য আয়োজিত ৪৮ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।০২ মে থেকে ৩১ মে ২০১৯ পর্যন্ত এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের ৩৮ জন সচিব । সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরো বলেন, সচিবগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। তিনি দেশের উন্নয়ন ও সেবার জন্য বদ্ধপরিকর হতে আহবান জানান। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য ও কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বেগম সাইফুন নাহার। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্ডের যুগ্ম-পরিচালক(প্রশাসন),বেগম আইরীন পারভিন। এ কোর্সের সহকারী কোর্স পরিচালক ও সঞ্চালনার এর দায়িত্ব পালন করেন বার্ডের সহকারী পরিচালক,কাজী ফয়েজ আহমেদ।