Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২০

বার্ডের মিশিআপুউ প্রকল্পে উদ্যোগে ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষ্যে “টেকসই ও মানসম্মত শিক্ষার প্রসার এবং সবার জন্য সুস্বাস্থ্য অর্জনে উদ্বুদ্ধকরণ ” বিষয়ক ক্যাম্পেইন কমর্শালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-09-07

বার্ড রাজস্ব বাজেটে পরিচালিত মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন (মশিআপুউ) প্রকল্পভূক্ত রত্নবতী মহিলা সংগঠণে ৮ই সেপ্টেম্বর আন্তর্াতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে “টেকসই ও মানসম্মত শিক্ষার প্রসার, সবার জন্য সুস্বাস্থ্য অজর্নে উদ্বুদ্ধকরণ ” বিষয়ক ক্যাম্পেইন কমর্শালা অনুষ্ঠিত হয়। উক্ত কমর্শালায় নারী ও শিশু সমাবেশের মাধ্যমে স্কুল বয়সী শিক্ষার্দেথীর জন্য ছড়া ও জারীগান; গ্রামকমীর্দের  জন্য বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের আওতায় জীবন ঘনিষ্ঠ সাক্ষরতা কমর্সূচী ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কারিকুলাম অনুসরণে স্বাস্থ্য সুরক্ষায় ফলের গুণাগুন বিষয়ের স্বরব পাঠ ও বক্তৃতা এবং সবার জন্য শিক্ষা বিস্তারে বাংলাদেশ সরকার কতৃক প্রনীত উল্লেখযোগ্য অঙ্গীকার বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন হয় এবং ১২ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক, বার্ড, বেগম নাছিমা আক্তার; বুড়িচং উপজেলা সমবায় অফিসার বেগম শাহনাজ পারভীন; সহযোগী প্রকল্প পরিচালক ও উপ পরিচালক বার্, বেগম ফরিদা ইয়াসমিন ও মাঠকমীর্বৃন্দসব সর্বমোট ৫২ জন উপস্থিত ছিলেন।