Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বার্ডে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন


প্রকাশন তারিখ : 2018-02-15

আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে “টেকসই উন্নয়ন লক্ষ্য  (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রুপান্তর” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার উদ্ধোধন আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মিস মাফরূহা সুলতানা, মাননীয় সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গেস্ট অব অনার হিসেবে ড. মনোজ নরডিওসিংহ, সহকারী সেক্রেটারী জেনারেল, আর্ডো এবং সভাপতি হিসেবে বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালাটিতে আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১৯টি দেশের ৩০ জন নীতি-নির্ধারক ও সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করবেন। কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজাশন (আর্ডো) এর সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা।