অদ্য ২৪ অক্টোবর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় উচ্চ পদস্থ কৃষি কর্মকর্তাদের জন্য প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। দুই সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে আধুনিক কৃষির সম্প্রসারণে কোনো বিকল্প নেই। তিনি কৃষি কর্মকর্তাদের সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পে নিজেদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। কোর্সের পরিচিতি তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশাসন) ও কোর্স পরিচালক ড. কামরুল আহসান। এ কোর্সে সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন বেগম সাইফুন নাহার, সহকারী পরিচালক, বার্ড। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পর্যায়ের ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।