Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২৪

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৭৬তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-07-29

গত ২৮ জুলাই ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭৬তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের নিকট অবহিত করেন কোর্সের কোর্স পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, যুগ্মপরিচালক, বার্ড। কোর্সের সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব অসীম কুমার সরকার, উপপরিচালক, বার্ড। এছাড়া কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের যুগ্মপরিচালক জনাব জোনায়েদ রহিম। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।