সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৮
বার্ড এবং ব্লু ওয়াটার পার্ক ও শিসউক এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকাশন তারিখ
: 2018-11-27
অদ্য ২৭/১১/২০১৮ তারিখে কুমিল্লা অঞ্চলে পল্লী পর্যটন বিকাশের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং ব্লু ওয়াটার পার্ক ও শিসউক-এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বার্ড পরিচালনা পর্ষদ সদস্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে পল্লী পর্যটনের এই ধারণাটিকে সাধুবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া কুমিল্লা অঞ্চলের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহের অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় মোটিভেশন প্রদানের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তৃতায় বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান বলেন, পর্যটন একটি অপার সম্ভাবনাময় খাত। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনে পল্লী পর্যটন একটি মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে ব্লু ওয়াটার পার্ক এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জনাব মোঃ মিজানুর রহমান এবং শিসউক এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন শিসউক এর নির্বাহী পরিচালক জনাব সাকিউল মিল্লাত মোর্শেদ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব এবং কুমিল্লা অঞ্চলে পল্লী পর্যটনের সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত পরিচালক, বার্ড। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বার্ডের জ্যেষ্ঠ অনুষদবর্গ, ব্লু ওয়াটার পার্ক এবং শিসউক এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।