Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০১৮

বার্ডে প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-02-01

অদ্য 1লা ফেব্রুয়ারি 2018 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর অর্থায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা’র উদ্যোগে আয়োজিত বার্ক-এর নার্সভুক্ত 12টি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ড. এম. মিজানুর রহমান, মহাপরিচালক, বার্ড। সভাপতির বক্তৃতায় তিনি দ্বি-স্তর সমবায় পদ্ধতি, গ্রামীণ পূর্ত কর্মসূচি, গ্রামীণ সেচ কর্মসূচিসহ বার্ডের বিভিন্ন গবেষণা ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান বার্ক-এর এনএটিপি প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ তাঁর বক্তৃতায় উর্দ্ধতন গবেষণা কর্মকর্তাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজকে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য, কোর্স পরিচালক মোঃ সফিকুল ইসলাম পরিচালক (গবেষণা), কোর্স সমন্বয়ক ড. মো. কামরুল হাসান, যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) এবং সহযোগী কোর্স পরিচালক মোঃ আবদুল মান্নান, উপ-পরিচালক (পল্লী শিক্ষা), বার্ড। প্রশিক্ষণ কোর্সে বার্ক-এর 28 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কোর্সটি 01 ফেব্রুয়ারি - 14 ফেব্রুয়ারি ২০১৮ সময়ে অনুষ্ঠিত হবে।