গত ১ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ৬৮তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ছয় মাসব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও বিপিএটিসি-এর রেক্টর ড. এম আসলাম আলম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি দেশের উন্নয়ন ও সেবার জন্য বদ্ধপরিকর হতে আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন জনাব মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রকল্প), বার্ড। তিনি কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। কোর্সটিতে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে বেগম ফৌজিয়া নাসরিন সুলতানা, উপ পরিচালক এবং বেগম আফরীন খান, উপ পরিচালক, বার্ড। এছাড়া সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে জনাব মোঃ সালেহ আহমেদ, সহকারী পরিচালক এবং জনাব আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের অনুষদবৃন্দ সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ৯৬ জন কর্মকর্তা।