অদ্য ১৫ জুলাই ২০২৪ তারিখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ১১০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল এবং বার্ড-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ম্যূরালে পুস্পস্তবক অর্পন ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করা হয়। ড. আখতার হামিদ খান-এর ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “ড. আখতার হামিদ খান -এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। আলোচনা সভায় উপদেষ্টার বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, সারা বিশ্বে পল্লী উন্নয়নে পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান। তাঁর নেতৃত্বে বার্ডের উদ্ভাবিত “দারিদ্র্য বিমোচনে কুমিল্লা মডেল” সারা বিশ্বে সমাদৃত। মূখ্য আলোচক হিসেবে ড. আখতার হামিদ খান -এর জীবন ও কর্ম এবং পল্লী উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম। আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড, জনাব মোঃ জাকির হোসেন, প্রশিক্ষণ সুপার এবং জনাব আশীষ কুমার পাল, হোস্টেল ব্যবস্থাপক, বার্ড। আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন জনাব অসীম কুমার সরকার, উপপরিচালক, বার্ড। এছাড়াও ড. আখতার হামিদ খান -এর জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।