Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২২

বার্ডে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী


প্রকাশন তারিখ : 2022-06-22

অদ্য ২২/০৬/২০২২ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় ‘‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’’ শীর্ষক আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান মিশর, ভারত, জর্ডান, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ওমান, গাম্বিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, সোয়াজিল্যান্ড এবং বাংলাদেশসহ ২০টি দেশের ১২৩ জন উর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সভাপতির বক্তব্যে বার্ড মহাপরিচালক বলেন, কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা। সমাপনী অধিবেশনে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব রামি মাহমুদ আবদেল হালিম, সহকারী মহাসচিব, আর্ডো। ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন আর্ডো-এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনদ আলী।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ), বার্ড ও কর্মশালা সমন্বয়ক জনাব আবদুল্লাহ আল মামুন। ১৩-২২ জুন মেয়াদে আয়োজিত এ আন্তর্জাতিক কর্মশালায় কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করেছেন ড. শিশির কুমার মুন্সী, পরিচালক, বার্ড। সহকারী কর্মশালা পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব রাখি নন্দী, সহকারী পরিচালক, বার্ড।