Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত


প্রকাশন তারিখ : 2018-08-15
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন, বার্ডের মহাপরিচালকের নেতৃত্বে শোক র‌্যালী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ভিডিও প্রদর্শনী, পবিত্র কোরআন খতম, এতিমদের জন্য বিশেষ ভোজ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
 
জাতীয় শোক দিবস উপলক্ষে বার্ডের ময়নামতি অডিটরিয়ামে বিকাল ৩ঃ৩০ঘটিকায় বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান, পরিচালক (প্রকল্প) জনাব মোঃ মিজানুর রহমান, জনাব আবুল কালাম আজাদ, সভাপতি বার্ড অফিসার্স এসোসিয়েশন ও ভারপ্রাপ্ত পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ মাসুদুর রহমান, যুগ্ম-পরিচালক (সাধারণ প্রশাসন), বার্ড। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানগুলোতে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।