১২ জানুয়ারি ২০২৫ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে 'দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন' বিষয়ক সংযুক্তি কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন।সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, উন্নত রাষ্ট্র গঠনে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ যে কোন মানুষকে খুব দক্ষ করে তোলে। আর এর মাধ্যমে যেকোন দেশ উন্নতি লাভ করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স সমন্বয়ক ও যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) জনাব জোনায়েদ রহিম। কোর্সের দুইটি সেকশন এর কোর্স পরিচালকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেকশন-B এর কোর্স পরিচালক জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, যুগ্মপরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি)। উক্ত কোর্সে সেকশন-A এর কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন জনাব আযমা মাহমুদা, যুগ্মপরিচালক (উন্নয়ন ও যোগাযোগ) এবং সেকশন-B এর সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রহমত উল্লাহ, সহকারী পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা)। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক (গবেষণা) ও সহকারি কোর্স পরিচালক সেকশন-A। উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কোর্স এ বিভিন্ন ক্যাডারের ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।