Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০২৫

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৮৩ এবং ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2025-04-14

১৩ এপ্রিল ২০২৫ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্যক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৮৩ এবং ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে দুই মাসব্যাপী  প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণদক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই তিনি আরও বলেনচিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিতক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ তিনি দেশের উন্নয়ন  নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানানপ্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন এবং কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ)  জনাব আবদুল্লাহ আল মামুনএছাড়াও উপস্থিত ছিলেন ১৮৪ তম ব্যাচের এর কোর্স পরিচালকযুগ্ম-পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) জনাব আফরীন খানএবং জনাব কাজী ফয়েজ আহমেদসহকারী পরিচালক (গবেষণা সহকারী কোর্স পরিচালক ১৮৩ তম ব্যাচপ্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৮৪তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক জনাব ফারুক হোসেন সহকারী পরিচালক (ক্রীড়া) উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কোর্স ২ টিতে বিসিএস (স্বাস্থ্যক্যাডার এর ১০০জন কর্মকর্তা অংশগ্রহন করেছেন