লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি পালনের লক্ষে ১৬তম ধাপে ৩৫০০ টি মুরগির বাচ্চা ১৪০ জন সুফলভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার প্রকল্পের সুফলভোগীদের মাঝে ১৬তম ধাপে মুরগির বাচ্চা বিতরণ করেন বার্ডের পরিচালক (পলস্নী অর্থনীতি ও ব্যবস্থাপনা) ও লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম। এ পর্যমত্ম প্রকল্পের আওতায় সর্বমোট ২৩৪৭ জন সুফলভোগীর মাঝে ৫৮,৬৭৫টি সোনালী ও ফাউমি জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার আদর্শ সদর, বুড়িচং ও সদর দক্ষিন উপজেলায় চলতি অর্থবছরে ২,০০০ জন সুফলভোগীকে মুরগির বাচ্চা বিতরণ করা হবে। এ প্রকল্পের আওতায় তিনটি উপজেলায় ইতিমধ্যে ২০৬টি গ্রাম উন্নয়ন সংগঠন সৃজন করা হয়েছে এবং ৬,৮৬৬ জন সুফলভোগী এ সকল সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা এবং কম্পোনেন্ট লিডার (মৃত্তিকা উন্নয়ন) বাবু হোসেনসহ বার্ডের অন্যান্য কর্মকর্তাগণ।