Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২৪

বার্ডে লালমাই ময়নামতি প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থার দক্ষতা নিরূপন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-06-25

২৫ জুন, ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার ময়নামতি অডিটরিয়ামে Performance of Lalmai-Mainamati Program Special Focus on Solar Power Irrigation through Village Based Organization শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জামিনুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী সঞ্চয় ব্যাংক, ঢাকা। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফ উদ্দিন আহমেদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বার্ড। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম. জাহিদ হোসেন, মহাব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, ঢাকা। মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন জনাব আইরীন পারভিন, পরিচালক (প্রশাসন), বার্ড। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব রঞ্জন কুমার গুহ। সেমিনার পরিচালকের বক্তব্য এবং লালমাই ময়নামতি কর্মসূচির অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন  ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, যুগ্মপরিচালক, বার্ড ও প্রকল্প পরিচালক, লালমাই ময়নামতি প্রায়োগিক গবেষণা প্রকল্প। এই পেপারের উপর বক্তব্য রাখেন জনাব আইরীন পারভিন, পরিচালক (প্রশাসন), বার্ড। সেমিনারে সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থার দক্ষতা ও পতিত জমি ব্যবহারের অবস্থা নিরূপন শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন ড. শিশির কুমার মুন্সী, পরিচালক, বার্ড। এই প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব রঞ্জন কুমার গুহ। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড। সেমিনারে বার্ডের অনুষদ সদস্য, পল্লী সঞ্চয় ব্যাংক হতে আমন্ত্রিত অতিথি এবং লালমাই ময়নামতি প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীগণ অংশগ্রহণ করেন। এ সেমিনারে সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেছেন ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, যুগ্মপরিচালক এবং সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন জনাব অসীম কুমার সরকার, উপপরিচালক, বার্ড।