Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৮

মন্ত্রণালয় প্রতিনিধির বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন লালমাই-ময়নামতি প্রকল্পের গ্রাম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2018-03-16

গত ১৬/০৩/২০১৮ খ্রি. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ মোকাব্বির হোসেন বার্ড কর্তৃক বাস্তবায়নাধীন লালমাই-ময়নামতি প্রকল্পের (একটি বাড়ী একটি খামার প্রকল্পের বার্ড অংশ) অন্তর্ভুক্ত বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সুবিধাভোগীদের জীবন মানোন্নয়ন ও আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি নিয়ে তাদের সাথে মত বিনিময় করেন। তিনি প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতির প্রশংসা করেন। এছাড়া তিনি সুফলভোগীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গুরুত্বসহকারে শোনেন। পরিদর্শনকালে লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এবং সহকারী প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঞা উপস্থিত ছিলেন। 

লালমাই-ময়নামতি প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ধান বীজ, সবাজি বীজ, গাছের চারা, মধু উৎপাদনের জন্য মৌ বাক্স, উন্নত জাতের মুরগীর বাচ্চা, মাছের পোনাসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে এবং এসব কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বার্ড থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের দারিদ্র্য দূরীকরণে বার্ড কর্তৃক লালমাই-ময়নামতি প্রকল্পটি গ্রহণ করা হয়। বর্তমানে প্রকল্পটি কুমিল্লা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।