Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০২৪

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৭৯তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-11-25

গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রত্যাশা ব্যক্ত করা হয়। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স হতে সরকারী কর্মকর্তাগণ সরকারী নিয়ম-কানুন, আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্পষ্ট ও ব্যবহারিক জ্ঞান লাভের সুযোগ পেয়ে থাকেন। সরকারী চাকুরিজীবি হিসেবে জনগণের জন্য কী করণীয় ও নিজের প্রাপ্যতা সম্পর্কেও প্রশিক্ষণার্থীবৃন্দ সম্যক ধারণা লাভ করেন। এই প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তির মাধ্যমে সরকারি চাকুরিতে পরবর্তীতে পদোন্নতি ও চাকুরি স্থায়ীকরণ হয়। কাজেই বুনিয়াদি প্রশিক্ষণের বিশেষ গুরুত্ব রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের নিকট অবহিত করেন কোর্সের কোর্স পরিচালক ড. শিশির কুমার মুন্সী, পরিচালক (কৃষি ও পরিবেশ), বার্ড। কোর্সের সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ রিয়াজ মাহমুদ, উপপরিচালক, বার্ড। এছাড়া কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের যুগ্মপরিচালক জনাব জোনায়েদ রহিম। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।